কাজিরবাজার ডেস্ক :
বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোঃ তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির অনুমোদনের পর নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের পথ প্রশস্ত হলো। দু-একদিনের মধ্যেই রাষ্ট্রপতি নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করতে পারেন বলে জানা গেছে।