সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৩০ হাজার টাকা জরিমানা, ৬টি মামলা, একজনের ২ মাসের কারাদণ্ড

5

সিলেট মহানগরের উপশহর ও ধোপাদীঘিরপার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুতের লাইনের সংযোগ স্থাপন ও ব্যবহার এবং সড়ক দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন সিসিকের ভ্রাম্যমান আদালত। এ সময় তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে নগরীর ধোপাদীঘিরপার এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার সময় ভ্রাম্যমান আলালতের অভিযানে বল প্রয়োগ এবং বাধা প্রদানের অপরাধে ১ ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৬ জানুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যামান আদালত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি