রক্তস্নাত বিজয়ের মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

3

বাঙালির মহান বিজয়ের মাস ইতিমধ্যে শুরু হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বাঙালির মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৫০তম বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের সাথে একাত্ম হয়ে বরাবরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর এবং উৎসব মুখর পরিবেশে মহান বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শপথ অনুষ্ঠান পালন করবে। এরই ধারাবাহিকতায় মহান বিজয়ের মাস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে – ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১০ টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। ১৫ ডিসেম্বর রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিজয় দিবসের র‌্যালি। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সোলেমান হলরুমে বিজয় দিবসের আলোচনা সভা। বিকাল ৩টা ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শপথ অনুষ্ঠান (ভার্চুয়াল)। সিলেট জেলা স্টেডিয়ামে (রিকাবী বাজার) নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ।
উক্ত কর্মসূচিগুলোতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ২৭টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ১৫ ডিসেম্বর মিছিলসহকারে বিজয় দিবসের র‌্যালিতে যোগদান এবং ১৬ ডিসেম্বর নিজ নিজ ওয়ার্ডে স্ব স্ব উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা। তাছাড়া ১৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শপথ অনুষ্ঠানে বিকাল ৩ টা ৩০ মিনিটের মধ্যে রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে প্রবেশ করার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক-কে আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিজ্ঞপ্তি