কানাইঘাটে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

12

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সদর ইউনিয়নের সংরক্ষিত ৪নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম কর্তৃক ওয়ার্ডের লক্ষ্মীপুর-পুরানফৌদ মাঝের গোপাটের পাশে সরকারী জায়গায় অবস্থিত ৪টি গাছ কেটে নেওয়া সহ তার নানা অনিয়ম তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার ওয়ার্ডবাসীর পক্ষে বীরদল লক্ষ্মীপুর গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র জুনেদ হাসান জিবান সহ অর্ধ শতাধিক লোকজনের স্বাক্ষর সম্বলিত এ অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে তারা উল্লেখ করেছেন গত ২৪ অক্টোবর উল্লেখিত সড়কের পাশে সরকারী জায়গায় অবস্থিত ৩টি রেন্ট্রিগাছ ও একটি অর্জুন গাছ স্থানীয়দের বাধা নিষেধ উপেক্ষা করে লোক লাগিয়ে ইউপি সদস্যা জাহানারা বেগম তার বাড়ীতে নিয়ে যায়। এছাড়া দীর্ঘদিন ধরে ওয়ার্ডের সরকারী সুবিধাভোগী মাতৃত্বভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা প্রাপ্তদের কাছ থেকে ভাতার অর্ধেক টাকা ও ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে অর্ধেক চাল নিয়ে যান এই ইউপি সদস্যা। ভাতা প্রাপ্তদের ভুয়া তালিকা করে স্বজনপ্রীতি সহ ওয়ার্ডে বিভিন্ন রাস্তা-ঘাটের কাজে ব্যাপক অনিয়ম করে সরকারী টাকা তসরুফ করে আসছেন জাহানারা বেগম। তার এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মামলার ভয়ভীতি দেখান বলে অভিযোগের বাদী জুনেদ হাসান জিবান জানান। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দরখাস্তকারীরা স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। তবে ইউপি সদস্যা জাহানারা বেগমের অভিযোগ প্রতি হিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে নানা ধরনের অপ-প্রচার করা হচ্ছে। কোন ধরনের অনিয়ম দুর্নীতির সাথে তিনি জড়িত নয়।