আসবে নতুন সূর্য-সকাল

3

সাজু কবীর :

এখন দেখি দুঃখগুলো
নাদুসনুদুস দুঃসাহসী,
ছদ্মবেশী সন্ত্রাসীদের
মেদভুঁড়িতে মারে অসি।

যেমন করে গোঁয়ার গাবুর
মাতব্বরের কলার ধরে,
যেমন করে মুক্তিকামী
বোমার বুকে বোমা মারে!

বোতলভরা কান্নাগুলো
যায় ফেটে যায়, লাল হয়ে যায়!
নীল যে ছিল! লাল কেনো হয়?
দ্রোহের জ্বালায় রক্ত ঝরার।

যেমন করে বাংলা গুঁড়ায়
বায়ান্নতে উর্দু-নগর,
যেমন করে একাত্তরটা
যায় পেরিয়ে রক্তনহর;
তেমন করে দ্রোহগুলো
লাল নিশানে চলছে ধেয়ে,
আসবে নতুন সূর্য-সকাল
দ্রোহের গতর বেয়ে বেয়ে।