জৈন্তাপুরে ভারতীয় নাগরিক আটক

3

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার বাস স্টেশন এলাকা থেকে আলিম উদ্দিন (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, পুলিশের একটি টহল টিম বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে হরিপুর স্টেশন বাজার এলাকায় এলোমেলো ঘোরাফেরা করতে দেখে জৈন্তাপুর থানার ডিউটি পুলিশ তাকে আটক করে। এ সময় ভারতীয় নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই বিদেশি জানান, তাঁর নাম আলিম উদ্দিন (৪৫)। ভারতের আসাম প্রদেশের নগাঁও জেলার মুরাজার মহকুমা হুজাই থানার বর আউট (ট্রার্নিং) গ্রামের ইলিয়াছ আলীর পুত্র সে। তবে এ সময় পুলিশকে বাংলাদেশ ভ্রমণের ভিসা সংবলিত পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আলিম। শুধু মাত্র ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করেন। এ সময় তিনি জানান, ভারতের ডাউকি সীমান্ত অতিক্রম করে জৈন্তাপুর উপজেলার নলজুরী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। ভারতীয় এই নাগরিক কোন পাসপোর্ট/ভিসা কিংবা বাংলাদেশে প্রবেশ সংক্রান্তে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ভারত, বাংলাদেশ (কন্ট্রোল অব এন্ট্রি ) এ্যাক্ট ১৯৫২ এর ধারা-৪  (The Control Of Entry Act-1952, Section-4) মোতাবেক অপরাধ, বিধায় তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার এএসআই (নঃ) আব্দুল আহাদ বাদী হয়ে একটি অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এ বিষয়ে বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় আলিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশে মামলা দায়ের পূর্বক আদালতে সোর্পদ তরা হবে ।