গোলাপগঞ্জে আরপিজিসিএল প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১

37

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে প্রাকৃতিক রূপান্তরিত গ্যাস কোম্পানী লিমিটেড এর ( আরপিজিসিএল) পেট্রোলের চেক বাল্ব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বিকট শব্দে এ বিস্ফোরণের ফলে এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন মনোয়ার হোসেন নামে গ্যাস ফিল্ডের এক কর্মচারী। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে সাথে সাথে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শনিবার গ্যাস ফিল্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার আরপিজিসিএল এর পেট্রোলের চেক বাল্ব বন্ধ করার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা গ্যাস ফিল্ডের কর্মচারী মনোয়ার হোসেন (২৮) নামে এক লোক অগ্নিদগ্ধ হয়। তার মাথা, মুখ ও হাত সহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে জানতে চাইলে আরপিজিসিএর এর এজিএম আবু জাহিদ জানান, অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোন সমস্যা নেই। তিনি জানান, আহত মনোয়ার হোসেনকে নিয়ে আমি হাসপাতালে আছি। এ বিষয়ে এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বিকট শব্দে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গ্যাস ফিল্ড সংলগ্ন টিকরবাড়ী গ্রামের লোকজন সহ আশপাশের এলাকার লোকজনদের মধ্যে দেখা দেয় আতংক। গ্যাস ফিল্ড পার্শ্বের বাড়ীর এক গৃহবধূ বলেন, বিস্ফোরণের সময় আমার ঘর তখন থর থর করে কাঁপতে থাকে। পরে আমরা দেখতে পাই আরপিজিসিএ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টিকরবাড়ী এলাকার লোকজন জানান, এ ঘটনার পর আমরা রয়েছি আতংকের মধ্যে। পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, শুক্রবারে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনার পর পুরো এলাকায় লোকজন রয়েছেন আতংকের মধ্যে। তিনি বলেন, উপজেলায় ফায়ার ষ্টেশন না থাকার ফলে উদ্বেগ-আতংক আরও বাড়িয়ে দিয়েছে লোকজনদের মধ্যে। জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পরিনি। পুরো বিষয়টি জানার জন্য পুলিশ পাঠিয়েছি গ্যাস ফিল্ডে। এ ব্যপারে জানতে আরপিজিসিএল এর ডিজিএম জহির উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।