ছাতকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে ৭ গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের

22

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে সংযোগ বিচ্ছিন্নসহ ৭ গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দিন ব্যাপী সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ আদালত সিলেটের জেলা যুগ্ম ও দায়রা জজ আব্দুল হালিম সরকার। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ৫টি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এবং ১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও আলী হোসেন, ইকবাল হোসেনসহ গ্রাহকদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে সংযোগ বিচ্ছিন্ন, লাইন জব্দসহ আব্দুস সালাম নামের এক অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীর বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৪০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ছাতক বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী আবুল কাসেম মিয়া জানান, সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই যেসব সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করা হয়েছে ওইসব গ্রাহকরা আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া বিল পরিশোধ করতে পারলে মামলা সংক্রান্ত বিষয়টি অনেকাংশে শিথিল হওয়ার সুযোগ রয়েছে।