জৈন্তাপুরে মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ ॥ আইনগত সহায়তা দিতে সরকার লিগ্যাল এইড সহায়তা সংস্থা প্রতিষ্ঠা করেছে

31

JAINTAPUR PHOTO- 21-11-2014সিলেট জেলার দায়রা জজ মো. মিজানুর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুবিধা বঞ্চিত হতদারিদ্র জনগোষ্ঠী কে বিনা মূল্যে আইনগত সহায়তা দিতে লিগ্যাল এইড সংস্থা প্রতিষ্ঠা করেছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সমাজের গরীব দু:খী মানুষের বিভিন্ন মামলার ব্যয় কাজে সহযোগিতা করে যাচ্ছে। দেশের তৃণমূল পর্যায়ে এই সংস্থার কার্যক্রমকে আরো বেগমান করতে তিনি জনপ্রতিনিধি হ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। তিনি ইউনিয়ন পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কমিটি গঠন করতে জনপ্রতিনিধিগণকে আহবান জানান।
গত বৃহস্পতিবার বিকেলে জৈন্তাপুর উপজেলা আইনগত সহায়তা কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলার যুগ্ম দায়রা জজ মো: রকিবুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ এফ মো: রহুল আলম চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, অতিরিক্ত পিপি এডভোকেট মো: শামছুল ইসলাম ও জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো: শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান জয়মতি রাণী, চারিকাটা ইউপি চেয়ারম্যান লায়ন এম,এ হক, দরবস্ত ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আবু জাকারিয়া মো: আব্দুল বারী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, নিজপাট ইউপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইন্তাজ আলী ও দৈনিক সিলেটের ডাকের জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম।
মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃংখলা বাহিনীর সদস্য, চিকিৎসক, শিক্ষক, এনজিও কর্মী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি