মৌলভীবাজারে পাঁচ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন

22

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকায় মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে পাঁচদিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ২১০ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
শনিবার ২৪ ফেব্র“য়ারি সকাল ১০টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় পঞ্চম ফ্রি চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালে সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, ট্রাষ্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন।
ট্রাষ্টের নির্বাহী পরিচালক ও জেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর পরিচলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, বিশিষ্ট সমাজ সেবী সৈয়দ আছাদ আলী,জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ আহমদ প্রমুখ।