চট্টগ্রাম সমিতির মতবিনিময় সভা

62

গতকাল শুক্রবার বেলা ২টায় চট্টগ্রাম সমিতির বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান কবির আহমদ এর প্রজেক্ট হাইব্রিড সিটি পীরের বাজার, সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সহ সভাপতি হারুনুর রশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন রফিকুল আলম, এডভোকেট বিশ্বনাথ ঘোষ, আরটিএন দেবাশীষ দত্ত (যীশু), আরটিএন কবির আহমদ, মিটুন বড়–য়া, উৎপল বড়–য়া, মোয়াজেম হোসেন, নিশু বড়–য়া, শাহবুদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান, মহি উদ্দিন মাহমুদ টিপু, সিরাজুল হক, ডা. প্রদীপ দাশ, এম. ফজলে এলাহী, নুরুল আবচার, প্রবীর চক্রবর্তী, মো. সিরাজুল হক, মো. জাফর, প্রকাশ চৌধুরী, মো. ফরিদুল আলম, মো. নুর জামাল, প্রকৌশলী মমতাজ উদ্দিন চৌধুরী, শুভাশীষ সেন (পিকলু) দিবাকর বড়–য়া, মনছুর আলম, মো. ইউসুফ মিয়া, মো. সাইফুদ্দিন, পলাশ বড়–য়া, জ্যেতি মিত্র বড়–য়া (মিটুল) প্রমুখ।
সহ সভাপতির বক্তব্য বলেন, সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসীদের সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। সমিতির নিজস্ব জমি বা ভবন নির্মাণসহ নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধির পদক্ষেপ নিতে প্রচেষ্টা চালানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে সবাইকে মেজবান আপ্যায়ন করে রোটারিয়ান কবির আহমদ। পরিশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি