কার্তিক এলো

8

জিল্লুর রহমান পাটোয়ারী :

হেমন্তের আগমনে কার্তিক এলো,
গাহিল পাখিরা গান –
মাঠে মাঠে সোনালীর ছোঁয়াতে,
পেকেছে সোনার ধান।
ছড়ায় ছড়ায় ছড়িয়ে পড়েছে,
সোনালীর মুখে হাসি –
সবুজ মাঠখানি ভরিয়া উঠেছে,
যেন মুক্তা রাশিরাশি।
কৃষাণ মুখের আনন্দের গান,
কার্তিকে ধুম পড়ে –
কাটাকাটিতে ব্যস্ত কৃষাণ কৃষাণী,
সোনা ধান আনে ঘরে।
নবান্নের সুখ আসে ঘরে ঘরে,
হেমন্তের আগমনে –
কার্তিকে তাই কৃষাণীর সুখ,
ধান কাটানির গানে।