রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে নিñিদ্র নিরাপত্তা

44

স্টাফ রিপোর্টার :
পুণ্যভূমি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত ও পরিদর্শন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার সিলেট আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট পুলিশ প্রশাসন নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর একটি দল রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দাদের সাথে বৈঠক করে নিরাপত্তার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে।
এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান- মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিদেশগামী দেশী বিদেশী যাত্রীদের বিমানবন্দরে চলাচলের সুবিধার্থে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে যাওয়া-আসা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফরকালীন সময়ে সমাবর্তনে উপস্থিত ও বিভিন্ন স্থান পরিদর্শন নির্বিঘেœ সম্পন্নের জন্য প্রয়োজনানুযায়ী সিলেট শহরস্থ বিভিন্ন প্রবেশমুখে রাস্তাঘাট ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ/প্রয়োজনে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে।
এছাড়া জনসাধারণকে সন্দেহজনক ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু পরিবহন না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কোন সন্দেহজনক ব্যক্তির আবাসিক এলাকা, মার্কেট বা আবাসিক হোটেলে অবস্থান বা চলাচল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনগণ সাথে সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশকে অবগত করার জন্য অনুরোধ করা হল। নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোন ব্যক্তি বা বস্তুর সন্ধান পেলে তা তাৎক্ষণিকভাবে এসএমপি’র নিম্নোক্ত মোবাইল নাম্বারসমূহে জানানোর জন্য অনুরোধ করা হল। পুলিশ প্রদত্ত নাম্বারসমূহ পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা) ০১৭১৩৩৭৪৩৭৫ ০১৯৯৫১০০১০০ ০৮২১-৭১৬৯৬৮, ট্রাফিক কন্ট্রোল রুম ০৮২১-৭১৮০২৮; ডিবি কন্ট্রোল রুম ০৮২১-৭২০০৬৬; ওসি, কোতয়ালি-০১৭১৩৩৭৪৫১৭; ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২; ওসি, এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১; ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮; ওসি, শাহপরাণ-০১৭১৩৩৭৪৩১০; ওসি, মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯, পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬; অতিরিক্ত পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৭; ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮; ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০; ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০; ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১।