তোমার নামে

6

ইমরান নাজির :

তোমার নামে যাচ্ছি লিখে গান কবিতা-ছড়া,
এই পৃথিবীর যা আছে সব তোমার হাতেই গড়া।
তোমার নামে সন্ধ্যা নামে নামে আঁধার-আলো,
রাত শেষে ফের তুমিই প্রভু সূর্যটাকে জ্বালো।

তোমার নামে চন্দ্র হাসে লক্ষ তারার ভীড়ে,
তোমার নামে পাখপাখালি ফিরছে আপন নীড়ে।
তোমার নামে তাসবী’ জপে সৃষ্টি তামাম সবি,
তোমার নামে কাব্য লিখে যাচ্ছে হাজার কবি।

তোমার নামে পুষ্প ফোটে ফুলের বাগান জুড়ে,
তোমার নামে গান গেয়ে যায় শিল্পী মধুর সুরে।
তোমার নামে রয় দাঁড়িয়ে পাহাড় ও পর্বত,
তোমার নামে হচ্ছে নাযিল রহম ও বরকত।

তোমার নামে যাচ্ছে বয়ে ঠান্ডা হিমেল হাওয়া,
তোমার নামে ইবলিশকে করতে পারি ধাওয়া।
তোমার নামে তাসবী’ জপি সন্ধ্যা-সকাল সাঁজে,
তোমার নামে ক্রন্দন উঠে উতাল সাগর মাঝে।

তোমার নামে পূর্ণতা পায় সকল ভালো কাজ,
এই পৃথিবীর সর্বত্রই চলছে তোমার রাজ।