৩১ মে থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট, বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

21

কাজিরবাজার ডেস্ক :
চলমান সাধারণ ছুটি আর না বাড়লেও গণপরিবহন ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এবার গণপরিবহন সীমিত আকারে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সবধরনের দোকান-পাটও স্বাস্থ্যবিধি মেনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১ মে থেকেই চালু করা হবে। বিভিন্ন জেলায় পরিবহনে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সীমিত বলতে আমরা বোঝাচ্ছি, গণপরিবহন চললেও তা নিয়ন্ত্রিতভাবে চলবে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
পাশাপাশি বিমান চলাচল চালুরও অনুমতি দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বিমান সংস্থাগুলো নিজ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল শুরু করতে পারবে। ব্যক্তিগত পরিবহনও চলবে।
প্রতিমন্ত্রী জানান, সবধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ জুন পর্যন্ত ছুটি থাকবে। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস ও দূরশিক্ষণ চলবে।
অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই বিষয়ে প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। পরবর্তী সময়ে ছয় দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০ মে।