বিশ্বনবী (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব —–এডভোকেট মতিউর রহমান আকন্দ

15
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা:) মাহফিল ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কাউন্সিলের সেক্রেটারী জেনারেল সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকে মতিউর রহমান আকন্দ বলেছেন, মানবতার মুক্তি দূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমত স্বরুপ। তিনি মুসলিম উম্মাহর জীবন পরিচালনার সর্বোত্তম আদর্শ। মানবজাতিকে নেতৃত্ব দিতে দুনিয়াব্যাপী নানান পথ মতের আভির্ভাব ঘটেছে। কিন্তু কোন মতাদর্শই মানুষের মুক্তি নিশ্চিত করতে পারেনি। অথচ বিশ^নবী (সাঃ) গোটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করে বুঝিয়ে গেছেন কুরআন হাদীসের অনুসরণই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে। নবীজী (সাঃ) আমাদের মাঝে নেই। কিন্তু মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন ও নবীজীর সুন্নাহ আজো আমাদের মাঝে অক্ষত অবস্থায় রয়েছে। আমরা যদি ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে বিশ^নবী (সাঃ) কে অনুসরণ করতে পারি। তাহলে ইকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে আইনপেশার সাথে জড়িত আইনজীবীগণকে নবীজী (সাঃ) জীবনাদর্শ অনুকরণের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি বুধবার বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ৪র্থ তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
অনুষ্ঠানে সিলেট জেলা বারে সদ্য যোগদানকৃত সকল নবীন আইনজীবীদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। নবীন আইনজীবীদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টিক ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির সমাজ সেবা বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে সিনিয়র আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরীর আবদাল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ মোশাহিদ আলী, এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলার বারের সিনিয়র আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান, জেলা বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, জেলা বারের আইনজীবী এডভোকেট দিলওয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট রাজিয়া সুলতানা ডলি, জেলা বারের যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মুমিনুর রহমান টিটু, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ,সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, সহ-সম্পাদক এডভোকেট কাউসার আহমদ, সাবেক সহ সম্পাদক এডভোকেট খালেদ জুবায়ের, যুগ্ম সম্পাদক-১ এডভোকেট সালমান আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাবানা ইসলাম, সাবেক সহ- সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সহ-সম্পাদক এডভোকেট মোবারক হোসেন প্রমূুখ।
প্রধান বক্তার বক্তব্য এডভোকেট এ.টি.এম ফয়েজ বলেন, বিশ^নবী (সাঃ) এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সাঃ) জীবন থেকে শিক্ষা নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে শান্তি প্রতিষ্ঠা করতে আইনজীবীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি