প্রবাসীরা দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছেন – মেয়র আরিফুল হক

3

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে এর মাধ্যমে প্রবাসীরা গোলাপগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনী মহামারী থেকে শুরু করে অসহায় দের ঘর নির্মাণ সহ নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি। সেবামূলক লক্ষ্য নিয়ে এভাবে কাজ অব্যাহত রাখার আহবান জানান তিনি। শনিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার লক্ষণাবন্দ ইউপির নোয়াই দক্ষিণভাগ এলাকায় গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ হেল্পিং হন্ডেস ইউকের নব- নির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণভাগ এস ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম চুনুর সভাপতিত্বে ও লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলীর পরিচালনায় বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন – সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কারী তোফায়েল আহমদ জিলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সমাজসেবক খলকুর রহমান খলকু, অজি মোহাম্মদ কাওছার, খালেদুর রহমান খালেদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসি সদস্য সাদেক আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন- গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নব নির্বাচিত সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ।
এ সময় উপস্থিত ছিলেন – গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক উপদেষ্টা রিয়াজ উদ্দিন, কালাম এন্ড সামাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবক দেওয়ান মিছবাহ, চ্যারিটি ক্লাবের সভাপতি মান্না আহমদ, সহ-সভাপতি রাজন লাল দাস, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা, ক্রীড়া সম্পাদক সম্পাদক সাইদুল ইসলাম মাহের প্রমুখ। পরে অতিথি ও সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী ফরমুজ আলী মাদ্রাসার প্রধান শিক্ষক কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন। বিজ্ঞপ্তি
প্রবাসীরা দেশের