অচিরেই স্বৈরতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি —ফজলুর রহমান খোকন

6

সিলেট মহানগর ছাত্রদলের কর্মী সমাবেশ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। পূর্ণ নির্ধারিত জায়গা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ সুলেমান হলে ছাত্রদলের কর্মী সভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় নির্ধারিত সময়ে কর্মী সভা সেখানে করা সম্ভব হয়নি। পরবর্তীতে স্থান পরিবর্তন করে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে কর্মী সভা করে ছাত্রদল।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। এসময় তিনি বলেন, ছাত্রদলকে সরকার ভয় পায়, তাই সভা-সমাবেশ করতে দেয়নি। নানা টালবাহানা করে সভা পন্ড করতে চায়। কিন্তু ছাত্রদলকে কোন কিছু দিয়েই দমিয়ে রাখা যাবে না।
তিনি আরো বলেন, সরকার স্বৈরতন্ত্র কায়েক করতে একের পর এক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গুম, খুন করে ছাত্রদলকে নিঃস্ব করতে চাইছে। কিন্তু ছাত্রদল নিঃশ্বেষ হওয়ার মতো দল নয়। বিএনপি এদেশে শাসন করেছিল, আবারও করবে। স্বৈরতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি।
তিনি- এম. ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাকর্মীদের সন্ধান চান ও সকল ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি- সিলেটের ছাত্রদলের নেতাকর্মীদের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ, যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান।
এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সহ সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুস সালাম টিপু, আব্দুল হাছিব, জুবের আহমদ জুবের, শিহাব খান, রেজাউল ইসলাম সুমন, কামরান আহমদ, এনামুল কবির চৌধুরী সুহেল, তানভীর আহমদ চৌধুরী, ১ম যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমদ, সদস্য সচিব মকসুদ করিম, ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক রিমন আহমদ, ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আহমদ রাফি।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি মুহিবুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, আব্দুস সালাম লষ্কর মুনিম, দুলাল রেজা, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, রনি চৌধুরী, শাহ টিপু সুলতান, নাসির আহমদ, দেবাশীষ দাস গুপ্ত, মো. আব্দুল্লাহ, আজহার আলী অনিক, আদিল আহমদ রিমন, মো. রুমন মিয়া, ইমরানুল ইসলাম জাসিম, মাহদি মো. শাহী, খায়রুল ইসলাম দুয়েল, ইমাম উদ্দিন রুজেল, জহিরুল ইসলাম জহির, নুহ ইবনে শাহরিয়ার, আলী আহসান হাবিব, মো. সাইফুর রহমান, ইবনে জাহান তানভীর, সাইদুর রহমান সাইদ, জহিরুল ইসলাম আলাল, রুবেল আহমদ, আবুল হোসেন, হোসেন আহমদ রনি, ফয়জুর রহমান, শফিকুল ইসলাম রাজিব, এম.এ সামাদ, সুমন আহমদ অপু, শেখ ইয়াসিন আহমদ ফাহিম, সৈয়দ মিনহাজ, ইয়াসিন হোসেন খান জয়, মেহরাজ ভূইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, সিহাব আহমদ, সোহেল রানা, জাহেদ আহমদ, এম.সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সজিব আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রাফি, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ প্রমুখ। বিজ্ঞপ্তি