ওসমানীনগরে চালক ঘুমে, বাস খাদে পড়ে আহত ২০

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে চোখে ঘুম চালকের বাস চালানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় বাস যাত্রীদের মধ্যে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৬ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতক যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালকের চোখে ঘুম নিয়ে বাস চালানোর জন্যই দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে বলে বাস যাত্রীসহ পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে।
ওসামনীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেজানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এসকে পরিবহনের সুনামগঞ্জের ছাতকগামী বাস চোখে ঘুম নিয়ে চালাচ্ছিলেন চালক। উপজেলার দয়ামীর ইউনিয়নের সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন খাদে পড়ে যাওয়ায় যাত্রীদের মারাত্বক কোনো ক্ষয়ক্ষতি না হলেও অনেকেই আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।