ছাতকে পাবলিক মিয়লনায়তন ভবনে অবৈধ বিদ্যুৎ সংযোগ অবশেষে বিচ্ছিন্ন

2

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক পাবলিক মিলনায়তন ভবনে ছাতক প্রেসক্লাব নামে সাইনবোর্ড টাংঙ্গিয়ে অবৈধ ভাবে পিডিবির বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার সকালে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবির কর্তৃপক্ষ।
জানা যায়, পৌরশহরের ক্লাব রোডে ছাতক পাবলিক মিলনায়তন ভবনটি এক সময় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সবধরনের সভা-সমাবেশে স্থানীয়রা এ পাবলিক মিলনায়তন ব্যবহার করা হতো। ২০১৪ সাল থেকে ছাতক প্রেসক্লাব নামে সাইনবোর্ড টাংঙ্গিয়ে পাবলিক মিলনায়তন ভবন ব্যবহার ও অবৈধ ভাবে পিডিবির বিদ্যুৎ ব্যবহার করেছে একটি চক্র।
গত ২৮ সেপ্টেম্বর মিটার চেকিংকালে মিটার ছাড়াই দীঘদিন ধরে চুরি করে অবৈধ ভাবে বিদুৎ ব্যবহারে সংযোগের অনিয়ম ধরা পড়ে।
সিলেটের বিদ্যুৎ বিভাগের বিভাগীয় প্রধান নিবাহী প্রকৌশলীর নির্দেশে গতকাল বুধবার সকালে অবৈধ বিদ্যুৎ সংযোগটি অবশেষে বিচ্ছিন্ন করে পিডিবি কতৃপক্ষ।
এব্যাপারে সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, পাবলিক মিলনায়তনে অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন করে হারুন অর রশীদ ও আব্দুল আলীমের নামে বকেয়া জরিমানা বিল কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে তৈরি করার প্রস্ততি চলছে।
এব্যাপাার ছাতক বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরর্দার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।