দুর্নীতি ও দুর্নীতিবাজকে সামাজিক ভাবে বয়কট করতে হবে – বিভাগীয় কমিশনার

34

সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, দুর্নীতি ও দুর্নীতিবাজকে সামাজিক ভাবে D C Pবয়কট করতে হবে। দুর্নীতি সুস্থ সুন্দর সমাজ গঠনের প্রতিবন্ধক, একটি সামাজিক ব্যাধি। একে প্রতিহত করতে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করলে প্রতিটি প্রতিষ্ঠানই দুর্নীতিমুক্ত থাকবে। তিনি প্রশাসনের সকলস্তরের কর্মকর্তাকে নিজ নিজ অবস্থান থেকে দেশের বৃহত্তর স্বার্থে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করার জন্য আহবান জানান।
১৯ জুলাই বুধবার বিকেলে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট প্রাঙ্গণে আয়োজিত দুর্নীতি মুক্ত থাকব ও দুর্নীতি মুক্ত রাখব শীর্ষক আলোচনা সভা ও ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট এর উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদক সিলেট এর পরিচালক শিরীন পারভীন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী। আব্দুল্লাহ আল মাহিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিকলীগ সভাপতি জাফর চৌধুরী, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলু, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি, ডেইলি ইন্ডাষ্ট্রি’র বিশেষ প্রতিনিধি সালেহ আহমদ হোসাইন, মৌলভীবাজার পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মোঃ আফজল হোসেন, হবিগঞ্জ অফিসের সহকারী পরিচালক সালা উদ্দিন, সুনামগঞ্জ অফিসের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট এর উপ-সহকারী পরিচালক শওকত কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি