আমেরিকান বাংলা চ্যারিটি’র আত্মপ্রকাশ

8

আমেরিকা ও বাংলাদেশে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আমেরিকান বাংলা চ্যারিটি।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আমেরিকার নিউজার্সির প্যাটারসনে স্টার রেস্টুরেন্টে আমেরিকান বাংলা চ্যারিটি’র কার্যকরী কমিটি আত্মপ্রকাশ করেছে।
৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি জাকারিয়া আহমেদ, সহ-সভাপতি দিপু মিয়া, সাধারণ সম্পাদক সুজন আহমেদ, কোষাধ্যক্ষ মুরাদ আহমেদ, কার্যকরী সদস্য মাহমুদ জুয়েল, কাওছার আহমেদ, কয়ছর আহমেদ, সৌরভ।
আমেরিকান বাংলা চ্যারিটি’র সাধারণ সম্পাদক সুজন আহমেদ বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে আমেরিকা ও বাংলাদেশের আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু। প্রবাসে থেকেও আমরা দেশের গরীব অসহায় মানুষের জন্য জন্য কিছু করতে চাই। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের সাধারণ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা। আমেরিকান বাংলা চ্যারিটি’র পক্ষ থেকে আমরা দেশ-বিদেশের সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। বিজ্ঞপ্তি