স’মিল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভায় বক্তারা ॥ অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি ঘোষণার দাবি

1

স’মিল সেক্টরে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে অবিলম্বে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন স’মিল শ্রমিক ফেডারেশনের নেতারা। ৮ অক্টোবর শুক্রবার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী সভায় বক্তারা এই আহবান জানান। ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত। স’মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আইয়ূবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ সুরুজ আলী, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সহ-সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক দয়াময় দাস, কমলগঞ্জ উপজেলা শ্রমিক সংঘের সভাপতি মোঃ মোস্তাক মিয়া, নবীগঞ্জ উপজেলা শ্রমিক সংঘের সহ-সাধারণ সম্পাদক মোঃ শফাত আলী, স’মিল শ্রমিকনেতা মোঃ ফজর আলী, মোঃ সেলিম মিয়া, ছালামত মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি