মহাসচিবের মৃত্যুতে সিলেট জেলা জাতীয় পার্টির শোক

4

জাতীয় পার্টির মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী এক বিজ্ঞপ্তিতে বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে দেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়। তিনি একজন স্বজ্জন রাজনীতিবীদ ছিলেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ জিয়াউদ্দিন বাবলুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু। গত মাসের শুরুর দিকে সিলেট ৩ আসনের উপ নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ শেষে ঢাকায় গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন বাবলু। গত ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি