ওসমানীনগর উপজেলা ছাত্রদলের বিবৃতি ॥ উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

33

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ইউনিয়ন ছাত্রদলের পাল্টা কমিটি গঠন নিয়ে ওসমানীনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ১৫ জন যুগ্ম আহবায়ক বিভিন্ন গণমাধ্যমে যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২২ ডিসেম্বর তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ ও সদস্য সচিব-রায়হান আহমদ স্বাক্ষরিত গঠনতান্ত্রিক ভাবে উপজেলার উমরপুর, সাদীপুর, উছমানপুর, বুরুঙ্গা তাজপুর ও দয়ামীর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই বৈধ কমিটিকে বানচালসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উপজেলা ছাত্রদলে থাকা গুটিকয়েক দুষ্কৃতিকারীরা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এতে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনারও রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। ওরা ইলিয়াস আলীর রাজনৈতিক আদর্শকে প্রত্যাখ্যান করে দলের ক্ষতি সাধনে সর্বদা লিপ্ত রয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব ব্যতিত কোনো যুগ্ম আহবায়ক কোনো ভাবেই সাংগঠনিক কোনো কমিটি অনুমোদনের এখতিয়ার না থাকলেও ৮ জানুয়ারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান ও সুহিনুল হক আক্তার ও আব্দুস সামাদ মাহবুব সহ কতিপয় দুষ্কৃতিকারীরা বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে ৫টি ইউনিয়ন ছাত্রদলের পাল্টা কমিটি ঘোষণা করেন। যা-সম্পূর্ণ অবৈধ ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব কতিপয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সিলেট জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে ইতিমধ্যে লিখিত আবেদন দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়া উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও দলীয় ভাবমূর্তি রক্ষা করতে জরুরী ভিত্তিতে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। বিবৃতিদাতার হলেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ, জুয়েল আহমদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান কামরুল, রকিব আলী, রেদওয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী শফি, মনসুর আহমদ চৌধুরী, আতিকুল আলম, কয়েছ আহমদ, হুসাইন আহমদ হাসান, এমদাদ আলী, আমিনুর রহমান আমিন ও রমজান আলী।