জগন্নাথপুরে টমটম-ইজিবাইক বন্ধে এ্যাকশনে নামছে প্রশাসন

8

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে টমটম-ইজিবাইক বন্ধে অচিরেই এ্যাকশনে নামছে প্রশাসন।
জানা গেছে, গত কয়েক দিন আগে জগন্নাথপুরে টমটম-ইজিবাইক সহ রেজি. ও রোডপারমিট বিহীন যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথপুর অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার ঐক্য পরিষদ। এ সময় ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব যানবাহন চলাচল বন্ধ না হলে ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়।
এ বিষয়ে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সাথে প্রতিবাদী শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও প্রতিবাদী শ্রমিক নেতারা।
এ বিষয়ে উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম জানান, টমটম-ইজিবাইক সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে অচিরেই মাঠে নামছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেয়া হবে ব্যবস্থা। প্রশাসনের এমন আশ্বাসে আমরা আরো ১৫ দিন সময় প্রদান করেছি। তাই আমাদের পূর্ব ঘোষিত ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হলো।