সিলেট মহানগরীর ভাঙ্গাচোরা সড়ক অবিলম্বে মেরামতের দাবী

6

সিলেট মহানগরীর ভাঙ্গাচুরা সড়ক অবিলম্বে মেরামতের দাবী জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এ দাবী জানান। সভায় বক্তারা বলেন, সরকার পর্যাপ্ত বরাদ্দ দিলেও নগরীর প্রায় প্রতিটি রাস্তা খানাখন্দকে পরিপূর্ণ। নগরীকে অপরূপভাবে সৌন্দর্য বর্ধনে আমরা নাখোশ নই কিন্তু শহরের একটি সড়ক ও নেই যেখানে খানাখন্দক নেই। তাই অবিলম্বে নগরীর সকল রাস্তা সংস্কার করে যান চলাচল সহ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বেলাল আহমদ, সমস মিয়া, সম্রাজ মিয়া, লায়লা বেগম, মিনা বেগম, রাখিমনি, রুকন উদ্দিন, আলাই মিয়া, মামুন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি