বঙ্গবন্ধু বাঙালি জাতির অধিকার আদায়ে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন – এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

10
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে “হৃদয়ে বঙ্গবন্ধু” স্মারকের মোড়ক উন্মোচন করছেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ নয় মাস সংগ্রাম ও ত্রিশ লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্য রাষ্ট্র পেয়েছি। শেখ মুজিবুর রহমান ৫২ ভাষা আন্দোলন, ৫৪’র যক্ত ফ্রন্টের নির্বাচন, ৫৮’র সামরিক বিরোধী আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বচন, ৭১’র স্বাধীনতার সংগ্রাম প্রতিটি আন্দোলনে তিনি যোগ্যতার সহিত নেতৃত্ব দিয়েছেন বলেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। বাঙালি জাতির অধিকার আদায়ে প্রতিটি আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস হাজারী বিল্ডিং-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে হৃদয়ে বঙ্গবন্ধু স্মারকের মোড়ক উন্মোচন অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হৃদয়ে বঙ্গবন্ধু বইয়ের সম্পাদক মন্ডলীর সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিটির সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটন এর সভাপতিত্বে ও বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এর পরিচালনায় মোড়ক উম্মেচন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পিপি শামসুল ইসলাম, বঙ্গবীর জেনারেল এমএজি, ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন ফাউন্ডেশন এর সিলেট জেলার সহ-সভাপতি ইলাছ মিয়া (ইলিয়াস)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বিএমবিএফ এর সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটন, ফুলকলি ফুট প্রোডাক্টস লি. ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, মেসার্স ছাত্তর এন্ড কোম্পানীর চেয়ারম্যান আবু জাফর মো. আলী হাসান শাহীন, হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন, বিএমবিএফ এর সিলেট বিভাগীয় সহ সভাপতি সমাজ কর্মী মো. বেলাল উদ্দিন, বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি মো. বশির উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা ইলাছ মিয়া (ইলিয়াছ), পেশাজীবী সমবায় পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি হাকীম মো. ছাদুল্লাহ বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মিয়া, ইউসুফ সেলু, সম্মিলিত নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, যুব সংগঠক টিপু চৌধুরী, তুহিন চৌধুরী, মামুন চৌধুরী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আলহাজ্ব খালেদ হোসাইন, ভুলন পাল, মো. আক্তার, এমদাদুল হক জীবন, মির্জা রেওয়াজন বেগ, মতিউর রহমান, আব্দুর রহিম তালুকদার, আশিকুর রহমান রব্বানী প্রমুখ। বিজ্ঞপ্তি