শ্রীমঙ্গলে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু

20
শ্রীমঙ্গলে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করছেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনুষ্ঠিকভাবে ধান ক্রয় করা শুরু হয়েছে।
সোমবার দুপুরে পৌর শহরের ভানুগাছ রোডস্থ উপজেলা খাদ্য গুদামে এ আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু হয়।
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আবদুুস শহীদ এমপি এই কার্যক্রম আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোনালিসা সুইটি ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক।
শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন জানান, আনুষ্ঠিকভাবে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুইজন কৃষকের কাছ থেকে একটন করে মোট দুইটন ধান সংগ্রহ করা হয়েছে। এক হাজার ৪০ টাকা মণ দরে ২৬১ জন প্রান্তিক ও বর্গাচাষী কৃষকদের কাছ থেকে এক টন করে এই ধান সংগ্রহ করা হবে। আর সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ মিলাররা ১৪৪৯ টন চাল আমাদেরকে দেবেন। এর মধ্যে ৩১৮ টন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে তিনটি মিল মালিকের কাছ থেকে নেয়া হবে। আর ১১৩১ টন সিদ্ধ চাল ৩৫ টাকা কেজি দরে দিবে দু’টি মিল মালিক।
ইতিমধ্যে আমাদের কাছ থেকে চুক্তিবদ্ধ ৫ মিল মালিক বস্তা নিয়ে গেছেন। তারা চাল উৎপাদনও শুরু করে দিয়েছেন।
তিনি বলেন, নীতিমালায় আছে একজন কৃষক তিনটন করে ধান দিতে পারবেন। আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সকল কৃষক যাতে সুযোগ পান সেজন্য প্রতিজন একটন করে দেবেন। এই ধান ক্রয়ের কার্যক্রম চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।