নগরীতে আরো ৩১৩৯ জন পেলেন করোনার টিকা

3

স্টাফ রিপোর্টার :
নগরীতে করোনার টিকা পেলেন আরও ৩১শ’ ৩৯ জন। গতকাল বুধবার সিলেট সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্র সিলেট পুলিশ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন।
তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে ১৫৭০ জনকে। তন্মধ্যে ৮৬৬ জন পুরুষ ও নারী ৬৫১ জন। পুলিশ হাসপাতাল কেন্দ্রে এদিন সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে ২০২ জনকে। ওই হাসপাতালে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মাত্র ৯ জনকে।
এদিকে ওসমানী হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৯৫৬ জনকে। এছাড়া পুলিশ লাইন্স হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮০ জন নারী পুরুষকে। আর সিটি কর্পোরেশনের অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে মোট ২২২ জনকে। এদের মধ্যে পুরুষ ১৩০ ও নারী ৯২ জন রয়েছেন।