এতিম ওরা

5

মোস্তাফিজুর রহমান সরকার :

রাস্তা-ঘাটে বাজার-হাটে
কত টোকাই ঘোরে,
ভদ্রবেশে বলছি হেসে
পথের শিশু ওরে।

উদোম গায়ে পেটের দায়ে
চলছে দিনে-রাতে
চাইলে কিছু তাকাই পিছু
নেইতো টাকা হাতে।

নিজের বেলা টাকার খেলা
দামী কুকুর পুষি,
পথের শিশু নয়তো কিছু
দেখলে কেন দোষী।

এতিম ওরা জীর্ণজরা
দুখে জীবন কাটে,
ক্ষুধার জ্বালা জীবন কালা
কাটায় পথে-ঘাটে।

দম্ভ ছেড়ে বিবেক নেড়ে
মায়ার চোখে দেখো,
নিঃস্ব ওরা ফুলের তোড়া
বুক-পাঁজরে রেখো।