রোদ ও মেঘ

11

আশরাফ আলী চারু :

রোদের তাপই বাস্পীয় মেঘ
জমায় আকাশ তলে
একটুখানি ঝরায় আবার
পরেই আবার জ্বলে।

মেঘ ঝরিয়ে সৃজন করে
বন বনানী সবি
রোদের আলো সাজায় ধরা
সাজায় প্রাণের ছবি।

এমন করেই যাচ্ছে তাদের
এমন করেই সুখে
এই পৃথিবীর মহান সেবা
ধারণ করে বুকে।