পানিতে ডুবে মরা প্রতিরোধে সুনামগঞ্জের ৫ উপজেলায় তথ্য অফিসের নৌ প্রচারণা

3

সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত ৫ উপজেলায় শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে পথ প্রচার ও নৌযান প্রচার অব্যাহত রয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদরসহ ছাতক, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলায় উক্ত প্রচারণা পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রুটিন দায়িত্বরত) মোঃ আব্দুছ ছাত্তারের নেতৃত্বে জেলা তথ্য অফিসের কর্মচারীরা দিনব্যাপী উক্ত প্রচারনা সফলভাবে পরিচালনা করেন। মোঃ আব্দুছ ছাত্তার বলেন,উন্নয়নের স্বার্থে যে কোনো অপপ্রচারকে প্রতিহত করতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যে কোনো ধরনের গুজব, মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে এ ধরণের প্রচার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, পানিতে ডোবা শিশুদের পানি বের করার জন্য কোনভাবেই মাথায় নিয়ে ঘুরানো, কিংবা পেটে চাপ দেয়া যাবে না। ছাই বা লবণ জাতীয় কোন কিছু ব্যবহার করে শরীর ঢাকা যাবে না। বমি করার জন্য দুর্গন্ধযুক্ত খাবারও খাওয়ানো যাবে না। পানিতে ডোবা শিশুকে উদ্ধারের সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা দিতে হবে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে। তিনি বলেন, কেবলমাত্র গণ সচেতনতার মাধ্যমেই আমরা পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাস করতে পারি। তাই আসুন সকলে সচেতন হই এবং শিশুদের পানিতে ডোবা প্রতিরোধ করি। বিজ্ঞপ্তি