কবিতা এসো ফিরে

40

ডা. প্রদীপ কুমার রায়

মেঘের ছুটি, আকাশে রোদ;
সাদা পেঁজা তুলো আকাশের গায়;
লাগে অদ্ভুত ভাসে যখন
মৃদু মন্দ হাওয়ায়।

ছুটি শেষ;ভাবনাদের ছুটি দিয়ে
ডুবি সারাদিন কাজে,
ক্লান্ত শরীর অবসন্ন মন;
ফেরে না সেই ছুটির মেজাজে।

কবিতার রসদ খুঁজি,
আবছা আলো,সাদা বকের পাখায়,
অলস হৃদয়ে ভাবনারা দেয় উঁকি,
কবিতারা ভর করে মন পাখির ডানায়।

নীল আকাশ শুধুই নীল;
নেই কালিমা ত্রি-সীমানায়,
সুখ দুঃখের ছবি শোভা পায় ;
মনের একের পর এক পাতায়।

ছন্দ ভাষা হার মানে হৃদয়ের বাঁকে
থামে কলমের হৃদ স্পন্দন,
নতুন ভাবে বাঁচার স্বপ্নে বিভোর
কবিতারা ভাবনায় নয় পুরাতন ।

নাম না জানা অসংখ্য পাখিরা
যায় ভেসে ভেসে,শুধাই—-
কাছে এসে ভালোবেসে
কবিতারে রাখো নিবিড় করে।

তৃপ্তি আসুক, ভাষা জাগুক
অন্তর বাহিরের বেদনায়,
সরিয়ে দুঃখ বেদনার ডালি;
কবিতারা আসুক ফিরে কবির পাতায়।