১৩২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ থেকে বিদেশী ১৩২ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গত রবিবার রাতে উত্তর আরফিন নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: রুহুল আমিন (৬০)। সে সুনামগঞ্জ সদর থানার উত্তর আরফিন নগর বন্ধন ৩৪ নং বাসার মৃত সজ্জাত আলীর পুত্র।
র‌্যাব জানায়, রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার সদর থানার উত্তর আরফিননগর এর বন্ধন-৩৪ নং বাসার ভিতর হতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: রুহুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৩২ বোতল (অঈ ইখঅঈক-৩৭৫ এমএল ৫৭ বোতল, গপউড়বিষষদং -৩৭৫ এমএল ৭২ বোতল, ঠঙউকঅ-৭৫০ এমএল ৩ বোতল) উদ্ধার ও জব্দ করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪(খ) ধারায়মামলা দায়েরপূর্বকগ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসমূহসহ সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।