নিয়োগ পেয়ে ৩৯তম বিসিএস উত্তীর্ণদের রিট কার্যতালিকা থেকে বাদ

5

কাজিরবাজার ডেস্ক :
আরও চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এমন ঘোষণার প্রেক্ষাপটে ৩৯তম বিসিএস (বিশেষ) উত্তীর্ণদের মধ্য থেকে নিয়োগের নির্দেশনা চেয়ে দাখিল করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ আগষ্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৯ জুলাই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক রাফাত মো. নুরুল ইসলামসহ এক হাজার ৩৬০ চিকিৎসকের পক্ষে এ রিট আবেদন করা হয়েছিল।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মো. মশিউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
২০১৮ সালে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হন ১৩ হাজার ২১৯ চিকিৎসক। সেখান থেকে প্রথম দফায় চার হাজার ৫৪২ জন চিকিৎসককে নিয়োগ দেয় সরকার। বাকি সাত হাজার ৬৭৭ জনের ক্ষেত্রে বলা হয়, শূন্য পদ না থাকার কারণে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেল না।
এরপর গত বছর করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
গত ২৬ জুলাই মন্ত্রী পরিষদের বৈঠক শেষে মহামারি মোকাবিলায় দেশে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর তারা এ রিট করেন।