জামালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

2

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জে লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চলায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স।
সিএনজি, মোটরসাইকেলে আসা যাত্রীদের ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার লালবাজার, কারেন্টের বাজার ফেরিঘাটে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় ১২ জনকে ১২টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, জনগণকে সচেতন করতে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। লকডাউন অমান্য করলে জেল-জরিমানা করা হবে।