জগন্নাথপুরে পিকনিকে না যাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

39

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণদের পিকনিকে যাওয়া না যাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে।
জানা গেছে, পিকনিকে না যাওয়া নিয়ে গন্ধর্বপুর গ্রামের তরুণ হাছিন মিয়া ও বদরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী স্থানীয় রাণীগঞ্জ বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জমসেদ মিয়া, জুনায়েদ আহমদ, লেচু মিয়া, ইয়াছিন মিয়া, হাছিন, ছামির আলী, মতিন মিয়া, আকিকুল মিয়া, কামরুল ইসলাম, জামরুল ইসলাম, আইনুল ইসলাম, জয়নুণ ইসলাম, আশিকুল ইসলাম, মাহমদ আলী, মতিউর রহমান, শাহেদ মিয়া, রেজাউল ইসলাম, সাদ্দক আলী, আলকাছ মিয়া, কাশেম মিয়া, নুনু মিয়া, আকল মিয়া, আহাদ মিয়া, হুরপ মিয়াসহ উভয় পক্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। সংঘর্ষে গুলাইল দিয়ে ছোড়া মার্বেলের আঘাতে বেশিরভাগ লোক আহত হন বলে স্থানীয়রা জানান। আহতদের মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।