শ্রাবণ এলো

1

সাজিয়া ইসলাম দিবা :

ঝুম বৃষ্টিতে সাদা শাপলার সৌরভে মিশে শ্রাবণ এলো,
চারিদিকে যেন অপার এক সুষমায় ভরিয়ে দিলো,
নদীনালা জলে ভরপুর,
বন্যার বুঝি নেই বেশি দুর,
খাল বিলে ময়ুরের পাখার মত কচুরিপানা,
মন আজ অস্থির যেন পানকৌড়ির ডানা,
কখনও রৌদের মাঝে বৃষ্টিতে আমি অবাক হই,
আবার রংধনু উঠবে বুঝি সেই হরষে চেয়ে রই,
নীল আকাশে সাদা মেঘ যায় উড়ে,
পূর্ণিমা রাতে চাদের কিরণ মন কাড়ে,
বৃষ্টির প্রথম ফোটা গায়ে পরলে উঠি চমকে উঠি,
অজানা কোন আনন্দে আজ যাই লুটি,
এই শ্রাবণ যেন ক্ষতিকর না হয়,
বর্ষণে সকল দুর্দশা কেটে যায়,
বিধাতার কাছে করি সদা এই প্রার্থনা,
সুস্থ পৃথিবীতে বাঁচুক সকলে কাটুক সব যাতনা।