সামাজিক দূরত্ব বনাম বাঙালির অজুহাত

8

বাদল রায় স্বাধীন :

এক বিছানায় দু-জন ঘুমাই, এক টেবিলে খাই,
দূরত্বটা মানতে গেলে, বৌ হারাবো ভাই।

নির্দেশনা না মানার, আরো যুক্তি আছে,
ছোট ছোট ছেলে মেয়ে, রইবে কার কাছে?

নাক মুখ বন্ধ রাখলাম, ফুটো চোখে কানে,
করোনা তো সেখান দিয়ে, ঢুকার সুযোগ জানে।

হাত বন্ধ, মুখ বন্ধ, বন্ধ আরো নাক,
আরো থাকে অনেক ছিদ্র, আছে অনেক ফাঁক।

সেসব দিয়ে ঢুকতে পারে, লাভ কি তবে মেনে,
করোনাতে যদিও অনেক, জীবন নিলো ছিনে।

রোগটা দিছে মহান আল্লাহ, বাঁচাবেনও তিনি,
শুধু শুধু কি লাভ হবে, এতো নিয়ম মানি।

এমন অনেক অজুহাত, বাঙালিদের জানা,
স্রষ্টা চাইলে মরতে হবে, নিয়ম কিসের মানা?