দু’দিনের অবিরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি

9

স্টাফ রিপোর্টার :
সিলেটে গত বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি গতকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও অবিরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, প্রকৃতি আগমনী বার্তা দিলেও এখনো শীত শুরু হয়নি। তবে বৃষ্টির কারণে শীতের কিছুটা অনুভূতি সৃষ্টি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীত শুরু হবে। এছাড়া শরৎকে পেছনে ফেলে হেমন্তকে শুভেচ্ছা জানিয়েছে ঋতু। আশ্বিন মাস শেষ হয়ে গতকাল শুক্রবার কার্তিক মাসের ১০ তারিখ। কিন্তু অসময়ে হেমন্তে দিনভর বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই সূর্যের দেখা নেই। থেমে থেমে বৃষ্টিতে অনেক পথচারীররা নাকাল হতে হয়েছে। কেউ জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অধিকাংশ মানুষজন।
সিলেট আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণেই শীতের অনুভূতি শুরু হয়েছে। বৃষ্টি আরও দুইদিন অব্যাহত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে সিলেট অফিস জানিয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়াও বৃষ্টিপাতগুলি এলাকায় বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী থেকে ভারী জলপ্রপাতের সম্ভাবনা রয়েছে।
অপরদিকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রাটি অঞ্চল জুড়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে বলেও সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।