সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

48

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের কৈতকে সিএনজি-ফোরষ্ট্রোক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল দু’আরোহী সিএনজি চালকসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের কৈতক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মোটর সাইকেল আরোহী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হাসিম আলীর পুত্র জাকির হোসেন (২৭) ও সিলেটের জালালাবাদ থানার মোগলাগাঁও ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের আব্দুল মানিকের পুত্র এখলাছ মিয়া (৩০)। আহত সিএনজি চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৈতক হাসপাতালের সামনে গোবিন্দগঞ্জগামী মোটরসাইকেল (নং-সুনামগঞ্জ ঘ-১১-১৫৮৮) সাথে বিপরীতগামী অনটেষ্ট সিএনজি-ফোরষ্ট্রোকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটর সাইকেলসহ দু’আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করান। এ সময় আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসা নিতে এসে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশের এসআই রুনু মিয়া দুর্ঘটনা কবলিত মটর সাইকেল ও সিএনজি-ফোরষ্ট্রোক জব্দ করেছেন।