বরইকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেলেন আরো ৪৪২ পরিবার

6
বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করছেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আরো ৪৪২ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল।
বুধবার (১৪ জুলাই) সকালে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বিতরণ করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২বারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ চেীধুরী দীপু, উপজেলা ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য্য, ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম, ৪নং ওয়ার্ড সদস্য এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য জাবেদ আহমদ, ৬নং ওয়ার্ড সদস্য সৈয়দ মুমিনুর রহমান সুমিত প্রমুখ।
চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছেন তাতেই আমি সন্তুষ্টি। ইউনিয়ন পরিষদ থেকে যে সম্মানীটুকু আমি পাই তাও প্রতি বছর আমার ইউনিয়নের মসজিদ গুলোতে বিলিয়ে দেই। আমার একটাই উদ্দেশ্যে মানুষের সেবা করা। বিজ্ঞপ্তি