ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে —এড. এহসানুল জুবায়ের

96

Sromik Collan  Fedaretion  Photo-12-12-14বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব মহলকে সোচ্চার হতে হবে। এদেশের শ্রমিক সমাজ সব সময় অবহেলিত। রাজনৈতিক দলগুলো সব সময় শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আর ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকারের কথা ভুলে যায়। তাই শ্রমিকদেরকেই ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার  আদায় করতে হবে। তিনি আরো বলেন, কোরআনের আলোকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে। কারণ ইসলামই কেবল শ্রমিকদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। তিনি শ্রমিকদের দৈনন্দিন কাজের পাশাপাশি সালাত সহ আল্লাহর হুকুম পালন করে যাওয়ার আহবান জানান। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। শাখার সভাপতি কফিল উদ্দিন আলমগীরের সভাপতিত্বে জমির হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা সোহেল আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুজ্জামান খান, সেক্রেটারী এডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা শাখার উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিমান বন্দর থানার আহবায়ক ওবায়দুল হক শাহীন, প্রাইভেট মেডিকেল ক্লিনিক শাখার আহবায়ক মো: বদরুজ্জামান, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের  যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
পরে ২০১৫-১৬ সালের দক্ষিণ সুরমা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন-সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সহ-সভাপতি জমির হোসেন, আইয়ুব আলী, সাধারণ সম্পাদক বিলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ আলী, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক কয়েছ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আবুল হোসেন শামুম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী কটি, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক শাহেদ আহমদ, ট্রেড ইউনিয়ন সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক আসলাম আলী, সদস্য মুন্না মিয়া, সুমন আহমদ চৌধুরী, আলম মিয়া, মনছুর আহমদ, কবির মিয়া, শাহীন আহমদ প্রমুখ।
২৫ নং ওয়ার্ডের সভাপতি পদে শাহেদ আহমদ, সেক্রেটারী মুন্না মিয়া, ২৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম, সেক্রেটারী মনছুর আহমদ, ২৭ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারী লেচু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি