বরষায়

5

সাজিয়া ইসলাম দিবা :

মন খারাপের কালিমা আকাশ ছুয়েছে,
কার কান্না আজ আকাশ থেকে ঝড়ছে,
মন করে শুধু আনচান,
পুরানো স্মৃতি ভেবে উচাটন,
মাঝে মাঝে মেঘের ডাক,
বিজলি রা দুরেই থাক,
বৃষ্টি এলেই যেন অন্য রকম লাগে,
চিত্ত জুড়ে অবসন্ন মেঘ ভরে রাখে,
বৃষ্টি স্নাত বকুল, গন্ধরাজ, আর নয়নতারা,
কচু পাতায় বিন্দু জলে আমি দিশাহারা,
চারিদিকে ঝোড়ো বাতাস সাথে ভেজা মাটির ঘ্রাণ,
তীব্র তাপদাহের পর বৃষ্টির স্পর্শে ফিরে পায় নব প্রাণ,
প্রকৃতি এমনই সতেজ থাকুক,
বিধাতা সকলকে সুস্থ রাখুক,
এই বরষায় সকলে অশান্তি যাক ধুয়ে,
সিগ্ধ শীতল স্পর্শে যাক দিগন্ত ছুয়ে।