স্বাস্থ্যবিধি না মানায় ৩০ ব্যক্তিকে ২৪ হাজার ৪ শত টাকা জরিমানা

1

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি না মানায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩০ ব্যক্তিকে ২৪ হাজার ৪’শ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসক ও র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গত দু’দিনে পৃথক পৃথক অভিযানে তাদেরকে এই টাকা জরিমানা করা হয়।
সিলেট: র‌্যাব-৯ জানায়, ২ জুলাই শুক্রবার দুপুর দেড়টা হতে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে সিলেটের এসএমপি কোতয়ালী থানা এলাকায় স্বাস্থ্য বিধি না মানায় লিমন আহম্মেদকে ১ হাজার টাকা, মুলিম আহমেদকে ৫শত টাকা, আঃ মজিদকে ৫শ’ টাকা, আঃ হামিদকে ৫শ’ টাকা, শরীফ আহমেদকে ৩শ’ টাকা সোহেল আহমেদকে ৫শ’ টাকা, আঃ রহমান ৫ হাজার টাকা, কামাল আহমেদকে ৫শ’ টাকা, বিল্লাল আহমেদকে ৫শ’ টাকা, আব্দুল বাছিতকে ১ হাজার টাকা, আনোয়ার হোসেনকে ৩শ’ টাকা নাহিদু ররহমান চৌধুরীকে ৫শ’ টাকা, সুমন আহমদকে ৫শ’ টাকা, ইমাদ উদ্দিনকে ১ হাজার টাকা, সাইদুল ইসলামকে ১ হাজার টাকা, ছাদিকুর রহমানকে ২শ’ টাকা, রাসেলকে ৫শ’ টাকা ও তাজুল ইসলামকে ৫শ’টাকাসহ সর্বমোট ১৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়
সুনামগঞ্জ: ৩ জুলাই শনিবার দুপুর ১২টা হতে দুপুর দেড়টা পর্যন্ত র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ কোম্পানী (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ও সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় সংক্রামক রোগের বিস্তার বিরোধী একটি অভিযান পরিচালনা করে জুনায়েতকে ১ হাজার টাকা, কাইয়ুবকে ১ হাজার টাকা, ডালাস চৌধুরীকে ১ হাজার টাকা, লুৎফর রহমানকে ১ শ’ টাকা, মোঃ মিজানকে ১ হাজার টাকা, মনোয়ার হোসেনকে ৫শ’ টাকা, ও অজিত ভৌমিককে ৫শ’ টাকাসহ সর্বমোট ৫ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
মৌলভীবাজার: ৩ জুলাই শনিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ কোম্পানী (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মোঃ আরিফুল ইসলাম, সহকারি কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয়েই মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর আদালত ও ফোর্সসহ মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় জাকিরকে ১ হাজার টাকা, সোহেলকে ৫শ’ টাকা, জুয়েলকে ৫শ’ টাকা, আকুল চৌধুরীকে ৫শ’ টাকা, (৩৭) ও মোহাম্মদ সাদিককে ২ হাজার টাকাসহ সর্বমোট ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযানে জরিমানা আদায়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন।