কদমতলী ফল মার্কেট, ‘পেটে ভাত নাই করোনা দিয়ে কী করমু’

6

স্টাফ রিপোর্টার :
করোনার প্রকোপ বৃদ্ধিতে সারাদেশের ন্যায় সিলেটেও চলছে সর্বাত্মক লকডাউন। এমনি সময়ে সিলেটে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখক ৩০২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২জন। কিন্ত এখনো সিলেটে সাধারণ মানুষের মধ্যে নেই করোনার ভয় কিংবা সচেতনতা।
সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার সিলেটের কদমতলী ফল মার্কেটে গিয়ে দেখা যায় এমনই চিত্র। ফল মার্কেট জুড়ে মানুষের জটলা। নেই কারো মুখে মাস্ক। যেনো এখানে করোনা বলে কিছু নেই। বাইরে থেকে দেখে মনে হবে যেনো এখানে করোনার চাষ হচ্ছে।
এখানে কথা হয় একজন ক্রেতার সাথে, তিনি এখান থেকে ফল ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। আলাপকালে তিনি বলেন- ‘পেটে ভাত নাই করোনা দিয়ে কী করমু’। মাস্ক নেই কেনো জানতে চাইলে তিনি পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগান।
এ সম্পর্কে একজন বিক্রেতা বলেন-স্বাস্থ্যবিধি মেনেই আমরা ব্যবসা পরিচালনা করছি। ক্রেতাদেরও বলছি স্বস্থ্যবিধি মানতে।