কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মন্ত্রীর নগদ অর্থ প্রদান

6

সিলেটের কোম্পানীগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণের উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ এমপি।
বৃহস্পতিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেওয়ার মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, এবং মন্ত্রী’র নিজ তহবিল থেকে ১২ শত পরিবারে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফজলু হক, উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবাযক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, কোছাপ সভাপতি রুপক চন্দ্র বিশ্বাস প্রমুখ।