আমরা সবার আগে শিক্ষাকেই প্রাধান্য দিয়েছি – অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

56

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আমরা সবার আগে দেশের শিক্ষা ব্যবস্থাকেই প্রাধান্য দিয়েছি। বিগত ২ মেয়াদে ১০ বছর দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার। দেশের প্রতিটি অঞ্চলে-গ্রামে-গঞ্জে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে শিক্ষা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়েগেছি আমরা। এখন বিদ্যালয়হীন কোন গ্রাম বা অঞ্চল খোঁজে পাওয়া যাবে না। একটি সময় ছিল, শিক্ষা ব্যবস্থার তেমন কোন প্রতিষ্ঠান ছিল না, অনেক কষ্ট করে লেখা-পড়া করতে হয়েছে, মাইলের মেইল (কি.মি) পায়ে হেটে নদী হাওর পাড়ি দিয়ে জরাজীর্ণ মাটির কুঁড়ে ঘরে লেখা-পড়া করানো হতো। এখন গ্রামের গ্রামে ২তলা ৩তলা, ৫তলা বিলাশ বহুল ভবনে আমাদের ছেলে-মেয়েরা লেখা-পড়া করছে। এটা শুধু মাত্রা আওয়ামী লীগকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতা এনেছিল বইল সম্ভব হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবির কেদ্রীয় ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির আয়োজনে, শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপিকে সংবর্ধনা ও উপজেলার নবগঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি সনজয় কুমার তালুকদারের সভাপতিত্বে, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ স¤পাদক জাকির হোসেন ও ফয়সল খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেদ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক অজিত পাল, সহ সাধারণ স¤পাদক সঞ্জয় কুমার দাস, প্রচার স¤পাদক মতিলাল দত্ত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি সোহেল আহমদ, জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির আহবায়ক সাজাউর রহমান, সদস্য সচিব বেনু রঞ্জন মজুমদার সহ প্রমুখ।