শূন্য এবং শেষ ঠিকানা

29

নেহাল অর্ক :

চলছে গাড়ি দূরন্ত গতিতে পৌঁছে যেনো কখন!
সামনের সাড়িতে বসে আছি পাশে অন্যজন;
চালক তাহার টানছে গাড়ি মুগ্ধ এক নেশায়
হাতে তাহার নেইতো সময় বেলা বয়ে যায়।

ছুটছে সকল গাছগাছালি ছুটছে সাথে মন
ভাবতে ভাবতে আদি অন্ত ঘুমিয়ে পড়ি কখন!
খানিক পরে ঝাঁকুনিতে সম্বিত আসে ফিরে
আশেপাশের সবাই গেলো নেমে ধীরে ধীরে।

জীবন নামক গাড়ির চাকা ছুটছে অবিরাম
পৌঁছে গিয়ে শেষ ঠিকানায় নিবে বিশ্রাম;
শূন্য গাড়িতে একা আমি ডাকছে পিছন সময়
আপনের আপণ মায়ার বাঁধন কিছুই আমার নয়।

দেওয়া নেওয়ার মাঝে কখন ভুলে গেছি আসল
দু-হাত ভরে নিয়েছি যাহা সবই কেবল নকল;
নিঃস্ব আমার নেই কিছুই সময় যাচ্ছে বয়ে
যতই ধরছি হাতের মুটোয় ততই যাচ্ছে ক্ষয়ে।